Anulekhon.blogspot.com

Tuesday, 2 July 2019

শিক্ষক বদলিতে টাকা এ আবার নতুন কী?

শিক্ষক নিয়োগ বা বদলি সবেতেই টাকা এ আবার নতুন খবর না কী? এতো দিনের পর দিন ধরেই চলে আসা একটি প্রথা, নিয়োগ থেকে শুরু করে, তবে সকলের কাছে টাকা নেয় তা নয়, নিজের দলের লোক, বা মোটামুটি সমর্থন করে এরকম লোকজনের কাছ থেকে টাকা তোলা হয়। বিরোধী হলে তার থেকে টাকা চাওয়া হয় না, যদি দয়া হয়ে বদলি বা নিয়োগ হয়, তা হলে বলা যাবে দেখ ঘুষ না দিয়েই চাকরি হয়। ধরা পড়ে তখনই যখন নিজের দলের যে ছেলে বা মেয়ে টি টাকা দিতে পারে নি, বলে চাকরি হয়নি। সে যখন ক্ষোভে ফেটে পড়েন এবং সব বলে দেন তখন জানা যায়। ছেলেরচাচাকরি জন্য জমি বিক্রি করে বা মায়ের গহনা বন্ধক দিয়ে চাকরি হয়েছে বা হয়েছিল। আর শিক্ষকের বদলি বা নিয়োগের ব্যবস্থা কে করবে একজন রাজনৈতিক দলের কর্মী যাকে সংসদ সভাপতি হিসেবে তার সরকার বা দল মনোনীত করেছ। এই টাকা দেওয়া নেওয়া নির্ভর করে, দলের উপর, এখন একটু বেশি হচ্ছে এই যা। আমি বলছি যে টাকা দিয়ে বদলি টা সঠিক হচ্ছে তো! এখন তো সব ক্ষমতা কেন্দ্র গত কত বছর সাধারণ ভাবে শিক্ষক বদলি হয়নি। তার ঠিক নেই। 

No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।

উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...