Anulekhon.blogspot.com

Saturday, 29 June 2019

ভাই পশ্চিমবঙ্গের সর্ব শিক্ষার কী উন্নতি।? ছাদ ভেঙে মাথায় পরে।

কি জানি মাষ্টার মশায় ঠিক মতো ডাইস ফর্ম পূরণ করে ছিল কিনা? কারণ ডাইস পূরণ করতে পারলে সব কাজ ঠিক হয়ে যাবে। সর্বশিক্ষা অভিযান বা মিশন যাই বলি তৈরী করা হয়েছিল, ইউনিসেফের দেওয়া অর্থ শিক্ষার উন্নতির জন্য খরচ করা হবে। এই সংস্থার অনেক পরিবর্তন এসেছে কিন্তু মানসিকতা পরিবর্তন হয়নি, বছরের পর বছর ডাইস ফর্ম পূরণ, একটা প্রহসন, আবার ঘর তৈরি বা মেরামত করার জন্য অন্য ভাবে আবেদন, করেও কিছু হয়নি। কেবল রাজনৈতিক দলের অঙ্গুলি হেলনে। কারণ কাট মানি প্রয়োজন তাই বিদ্যালয়ে শিক্ষকের রাজনৈতিক পরিচয় জেনে নিয়ে টাকার অনুমোদন কোনো কোনো বিদ্যালয়ের ছাত্র ছাত্রী সংখ্যা ৪০ থেকে পঞ্চাশ সেই বিদ্যালয় দোতলা করার জন্য টাকা পায়। কারণ একটাই ঐ রাজনীতি আর কাট মানি, যে শিক্ষক বিরোধী তার থেকে ঐ ভাবে টাকার জন্য ভাগ নেওয়া যাবে না। সেই জন্যই টাকা নেই, কোন কোন বিদ্যালয় কোনো দিন টাকা পায় নি, আবার কোনও কোনও বিদ্যালয়ে দুবার তিন বার টাকা পেয়েছে কারণ কাট মানি। এই পোশাক আজ যারা পোশাক তৈরি করে না, তারাও পোশাক দেবার অনুমতি দেবার মুল উদ্দেশ্য কাট মানি। আবার এবারে ছ'শ টাকা প্রতি ছাত্র পিছু, আগে ছিল চার শ টাকা আসতো, শিক্ষকরা প্রাক প্রাথমিক সহ সকলকে দিত। এখন ওসব বন্ধ। টাকা পাওয়ার জন্য, শুধু ডাইস ফর্ম পূরণ করতে হবে আবার আলাদা আবেদন করে যে ক
টাকা পাওয়া যাবে না। আবার ডাইসে সঠিক তথ্য ডাইস নিশ্চয়ই করেন। ওসবে কিছু হবে না। একমাত্র রাজনৈতিক দলের নেতা কর্মীদের না পূজো না দিলে কোনো কাজ হবেনা। ঘর ভাঙুক আর ছাত্র মরুক টাকা পাওয়া যাবে না।
পশ্চিমবঙ্গের অনেক প্রাথমিক বিদ্যালয় আছে যাদের বিদ্যালয় গৃহ খুব খারাপ, বার বার আবেদন করা সত্ত্বেও কিছু হয়নি। আবার শিক্ষক নিজের টাকা খরচ করে প্ল্যান এস্টিমেট করে অতিরিক্ত শ্রেণী কক্ষ করার আবেদন করলেন। কারণ ছাত্র বেশি বসাতে পারছেন না। কোন টাকা পাওয়া যাবে না। কারণ রাজনীতি, আবার শাসক দলের প্রধান শিক্ষক সে স্কুল ভেঙে নতুন করে গড়ে তোলার জন্য কয়েক লক্ষ টাকা পেয়েছে। সে যদি ইউ সি নাও তাতেও ক্ষতি নেই। এই হচ্ছে, সর্বশিক্ষা অভিযান, এতো দিন ধরেই কেবল টাকাটা লুটে খাওয়ার জায়গা।



No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংসের দিকে।

  ব্রিটিশ ভারতের একমাত্র রাজ্য যেখানে প্রথম পাশ্চাত্য শিক্ষার হাত ধরে আধুনিক শিক্ষা এবং বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা গড়ে উঠেছিল। এক সময় বাঙা...