মাননীয়া মুখ্যমন্ত্রী আপনার অবগতির জন্য বলছি, এই অরাজকতা রাজ্যে শুরু হয়েছে, সেই 2006 সাল থেকে মানুষ খুন ভিটে ছাড়া করা, আর এগুলো যাতে বন্ধ হয় রাজ্যে শান্তি ফেরে তার জন্য মানুষ সি পি আই এম তথা বামফ্রন্ট সরকার কে সরিয়ে আপনা কে ক্ষমতায় নিয়ে এসে ছিল। আপনি বলেছিলেন বদলা নয় বদল চাই, কিন্তু কথাটা উল্টে গেল, জানি না আপনার কোনো গোপন নির্দেশ ছিল কিনা, রাজ্যের গোলমালের সেই শুরু, আপনার মনে আছে কিনা জানি না, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয় বলে ছিলেন, অপরাধীর কোনো রং হয় না, এরা কোনো রাজনৈতিক দলের হতে পারে না, রং না দেখে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর ঐ কথায় হামলা বাজের দল আপনার দলে নাম লিখিয়ে ছিল। আপনি বলেছিলেন আমি গুণ্ডা কন্ট্রোল করি, তখন ঐ হামলা বাজ রা হামলা করলে বলতেন সি পি আই এম এর হার্মাদ, এখন বিজেপি বলে টি এম সির জহ্লাদ, কারণ আপনি ক্ষমতায় আসার পরেই এরা দল পাল্ট আপনার দলে নাম লিখিয়েছে, কারণ প্রাক্তন মুখ্যমন্ত্রীর ঐ একটা কথায় তখন পুলিশ প্রশাসন অনেক ঐ রকম হামলা কারি কে ধরে ছিল। আপনি সবার মুখ্যমন্ত্রী এটা আপনি মানেন, যে আপনার দলকে ভোট দিয়েছে, বা দেয়নি আপনি সবার মুখ্যমন্ত্রী, আপনি এটা মানেন, তাহলে একবার খবর নিয়ে দেখুন রাজ্যের কত মানুষ এই সব হামলা বাজ দের তাণ্ডবে ঘর ছাড়া, কত মা সন্তান হারা, কত শিশু অনাথ জীবন যাপন করতে বাধ্য হয়েছে।এবার আসি নির্বাচন প্রসঙ্গে, আপনি 2013 সালের পঞ্চায়েত নির্বাচন কমিশনের সঙ্গে আইনি যুদ্ধ করে নির্বাচন করলেন। আপনি জানতেন নির্বাচন শান্তি পূর্ণ হলে আপনার আসন বা দখলে থাকা পঞ্চায়েতের সংখ্যা কমে যাবে। অনেক কষ্টে নির্বাচন হলো, সে যে কী হলো আমরা দেখলাম। বিরোধী দের ঢুকতে বাধা মার খুন মিথ্যে কেস দেওয়া কিছুই বাকি রইল না। গত 2014 সালের লোকসভা নির্বাচন বেশ কিছু ঘটনা ঘটল আপনার অঙ্গুলি নির্দেশে নির্বাচন কমিশন কোন ব্যবস্থা নেয়নি। আপনিও কোনো ব্যবস্থা নেন নি, আচ্ছা মাননীয়া মুখ্যমন্ত্রী আমার জানতে ইচ্ছে করছে, গত পঞ্চায়েত নির্বাচনে বিরোধী দলের প্রার্থী দিতে দেওয়া হয়নি, আপনি কোনো ব্যবস্থা নিয়ে ছিলেন, না মনে হয়। আরেক টি প্রশ্ন এই লোক সভা নির্বাচনে সময় গত পঞ্চায়েত নির্বাচনে ঘটে যাওয়া ঘটনা গুলোর ছবি, ভিডিও ফুটেজ ফেসবুকে ইউ টিউবে ছড়া ছড়ি, আপনি কটার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন, ঐ রকম একটা ছবি তে ফেসবুকে আছে, তাতে দেখা যাচ্ছে, গত পঞ্চায়েত নির্বাচনে দুই মহিলাকে দুজন পুরুষ চুলের মুটি ধরে মারছে, আপনি নিশ্চয়ই ওদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলেন। আরেক টি কথা আপনি বলছেন অনেক উন্নয়ন করেছেন, তবুও মানুষ ভোট দেবে না কেন, ভোট দিত যদি উন্নয়নের নামে তোলা বাজি না হতো। আপনি চান রাজ্যের মানুষ শান্তিতে থাকুক , মনে হয় না, তাহলে মদ, চুল্লু, বিভিন্ন মাদক পাচারের বা বিক্রিতে এই রাজ্য প্রথম হতো না। আপনি নিজে অর্থাৎ এই সরকার মদের দোকান খোলার অনুমতি দিচ্ছে, আর যে খানে চুল্লু তৈরি হয় সে সব ভাঙছে, একদম সঠিক কাজ, কিন্তু দিদি সিঙ্গুর থানার অন্তর্গত পল্তাগড় আজব নগর বিরামনগর রামনগর এসব এলাকায় এখনও বহাল তবিয়তে মদ বা চুল্লু তৈরি হচ্ছে, আর মাদক পাচার করা হচ্ছে, জুয়া সাট্টা সব আছে, এদের একজন আবার পলতাগড় উচ্চ বিদ্যালয়ের কমিটির সদস্য হয়ে ছিল। পুলিশ বা আবগারি পুলিশ ভাঙ্গার জন্য যাচ্ছে, তার আগেই গাড়ির চালক, সিভিক পুলিশ থানার যারা টাকা তোলা পুলিশ তারা ফোন করে জানিয়ে দিচ্ছে, স্কুলের পিছনে কী 'সাম বাড়' সে তো আপনার দলের সাপোর্টার তাই তার ছাড় আর বিরামনগরে ও ঐ রকম কয়েক জন যেই আপনার দলে তোলা দেয় তাদের সব ছাড়। বাম আমলে এগুলো ছিল এখনো আছে এ বন্ধ করা যাবে না। কারণ সর্ষের মধ্যেই ভূত, বিকল্প জীবিকা আছে, কারণ যে সব এলাকায় এসব হয় না, সে সব এলাকায় মানুষ কিছু করে না, এরা চির টা কাল ঐ এক যুক্তি দিয়ে কুর্ম্ম করে যাচ্ছে, তার কারণ অল্প সময়ের মধ্যে বেশি আয়। বামফ্রন্ট এদের ঘাঁটায় নি, আমি ভেবেছিলাম আপনি হয়তো এই ব্যবসা তুলে দেবেন, এদের অত্যাচারে অনেক ভালো শিক্ষিত মানুষ ঐ সব গ্রাম থেকে অন্যত্র চলে গেছে। আমি আশা করি আপনি রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারেন, দেখবেন কোনো নির্দোষ যেন শাস্তি না পায়। আইনের শাসন ফিরিয়ে আনুন, এবং বিরোধী দের মর্যাদা দিন তারা তাদের রাজনৈতিক কাজ করুক, তারা আপনার উন্নয়নের দেখে নানা ভাগে বিভক্ত, আমি মনে করি আপনি আইনের শাসন ফিরিয়ে আনলেই, আপনি আবার ক্ষমতায় আসবেন, কারণ বিধান সভা এখনও প্রায় দু বছর পর।আমার মনে হয় এর আপনার যে সব নেতা মন্ত্রী খুব ভালো ভাষণ দেন, মারব কাটব ধরব করে বেড়ায় তাদের একটু থামতে বলুন।এরকম অনেক আছে তাদের মধ্যে কোচবিহারে একজন, কী সাম ঘোষ, মেদিনীপুরে একজন চব্বিশ পরগনার আর হুগলির, আর বীরভূমের আরও অনেক আছে, এদের থামতে বলুন, না হলে আপনার দল মুশকিল হচ্ছে, জিতে আসা।
Anulekhon.blogspot.com
Subscribe to:
Post Comments (Atom)
পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।
উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...

-
সরস্বতী পুজোর পদ্ধতি, পরপর যা করতে হবে।১)আচমন ২)বিষ্ণু স্মরণ ৩)স্বত্ত্বি বাচন ৪) স্বত্ত্বি সূক্ত ৫) সাক্ষ্য মন্ত্র ৬) বরণ ৭) সংকল্প ৮) স...
-
আমি এর আগে একটি ব্লগে লিখেছি, দুর্গা যষ্টী পূজার মন্ত্র ।এখানে বলি আমি পণ্ডিত নই, বিভিন্ন ধরনের বই পড়ে, আর দু একজন ব্রাহ্মণের সাথে কাজ ...
-
ছবি টি কীসের বা কোন প্রাণীর নিশ্চয়ই বলে দিতে হবে না। মানুষের প্রথম পোষ মানা প্রথম প্রাণী, হয়তো অনেকেই পড়ে বলবেন এবার নতুন কী এতো আমরা স...
No comments:
Post a Comment