Anulekhon.blogspot.com

Sunday, 12 May 2019

পশ্চিমবঙ্গের নির্বাচন সুস্থ সুন্দর করতে হলে যা করা দরকার।


ভোট দান মানুষের একটি গনতান্ত্রিক অধিকার, সেই অধিকার কেউ কেড়ে নিতে পারে না। মানুষ কাকে ভোট দেবে যেমন কেউ নির্দেশ দিতে পারে না। একজনের ভোট আরেক জন দিয়ে দেবেন এটাও কাম্য নয়। ভোট দান সুস্থ ভাবে করতে হলে, প্রশাসনের প্রথম থেকেই আরো সক্রিয় ভূমিকা পালন করা উচিত ছিল। আজ ষষ্ঠ দফার ভোট, প্রথম দফা থেকে বিভিন্ন সময়ে রক্তের দাগ লাগছে, কোনো দল বাদ পড়ছে না। নেতা মন্ত্রী দের উস্কানি মূলক কথা, মার পিট দাঙ্গা করতে আরও উৎসাহিত করছে, এসব থেকে মুক্তি পেতে হলে, বুথের মধ্যে এজেন্ট দের মোবাইল নিয়ে কোন রকম উপস্থিতি চলবে না। কেন্দ্রীয় বাহিনী কে আরো সক্রিয় হতে হবে, বেশিরভাগ ক্ষেত্রেই গণ্ডগোল করছে শাসক, যে শাসকের শান্তি বজায় রাখার কথা সেই শাসক দল অশান্তির জন্যে বেশি দায়ি, একটা কথা ভাবতে হবে, শাসক দলের নেতা কর্মীদের যে এই গণ্ডগোল তারা যাদের জন্য করছে, সামান্য কিছু টাকা পাওয়ার জন্য, পঞ্চায়েতের বিভিন্ন কাজের বরাত পাওয়ার জন্য বা সেখান থেকে কাট মানি খাবার জন্য, তোলাবাজি করার জন্য, এভাবে বেশি দিন চলে না। আমরা তাহলে নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক অজয় কুমারের কথা ঠিক বলে ধরে নেব, রাজ্য টা দশ বছর আগের বিহার হয়ে গেছে, তাহলে   এই রাজ্যে মদ নিষিদ্ধ করতে হবে। আর এলাকার যারা ভোটের সময় গণ্ডগোল করে তাদের গ্রেফতার করতে হবে। আর ভোট কেন্দ্রে অন্ধ খোঁড়া সাজা ভোটার দের আলাদা তালিকা থাকবে, তার বাইরে কেউ ঐ ভোট দিতে পারবেন না। ভোট দেওয়ার জন্য লাইন হবে পঞ্চাশ মিটার দূরে, আমি জানি প্রশাসন এসব ব্যবস্থা করবে না। জানি না আগামী সপ্তম দফা ভোট শান্তিতে হবে কিনা? এই মাত্র অন লাইন নিউজ পোর্টালে দেখলাম ভাঙরে সি পি আই এম কর্মীদের বাড়িতে আক্রমণ করা হয়েছে। আমি একটা কথা ভেবে পাচ্ছি না, মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল বলছে সি পি আই এম কে নাকি দূরবীন দিয়ে খুঁজতে হবে। দল টা উঠে গেছে, কিন্তু লক্ষ্য করছি, প্রথম দফা থেকে ষষ্ঠ দফা প্রতিটি দফায় মার খাচ্ছে এই উঠে যাওয়া দূরবীন দিয়ে খুঁজতে হবে যে দল তাদের, আজও খবরে পড়লাম কাঁথির সি পি আই এম পার্টি প্রার্থী পরিতোষ পট্টনায়কের বাড়ি ভাঙচুর করা হয়েছে। পশ্চিমবঙ্গের যে সব রাজনৈতিক দল এই অত্যাচারে মদত দিচ্ছে। তারা চিরকাল ক্ষমতা ধরে রাখতে পারবে, আমার মনে হয় না। আমি সেই দিনের অপেক্ষায় রইলাম পশ্চিমবঙ্গের ভোট হবে একটি লোক বা ভোটার আক্রান্ত হবে না। 

No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।

উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...