যম পুরীর নরক রাজ্যের কথা, কত ধরনের ভূত আছে, আমাদের জানা নেই, মানুষ ভুত, গো ভুত, মেছ ভূত, ছাগ ভুত, কুকুর ভূত অর্থাৎ যত রকম জীব মারা যান সকল ভুতের বাস এই নরকে। মেছুনি এখন এই ভুত দেশের রানি। বেশিরভাগ ক্ষেত্রেই গোল মাল করে গো ভুত আর মানুষ ভুত মিলে। এসব নিয়ে না বোঝার কিছু নেই, গোরু মরলে গো ভুত ঝামেলা গো আর ছাগ ভুত গুলো বেশি করে। মর্ত্যে নিজেরা মানুষ হতে চায় আর মানুষ গুলো কে ছাগল আর গোরু করে পাঠাতে চায়। আরে এই জন্যই তো আজ তেত্রিশ কোটি থেকে একশ তিরিশ কোটি। ভালো ভালো মানুষ যারা মারা যান তারা আর মানুষ হয়ে বাংলায় আসতে চান না। যম রাজ পরেছেন ফাঁপরে যত পশু হত্যা বা মরে তারা সকলেই মেছুনির মাধ্যমে যমের কাছে সুপারিশ করে, যম দেখেন মানুষ ভুত খুব কমই মানুষ হয়ে মর্ত্যে যেতে চায়। অগত্যা কি করেন যত গোরু, ছাগল, কুকুর ভূত সকল কে মানুষ করে পাঠিয়ে দেন।
Anulekhon.blogspot.com
Subscribe to:
Post Comments (Atom)
পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।
উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...

-
সরস্বতী পুজোর পদ্ধতি, পরপর যা করতে হবে।১)আচমন ২)বিষ্ণু স্মরণ ৩)স্বত্ত্বি বাচন ৪) স্বত্ত্বি সূক্ত ৫) সাক্ষ্য মন্ত্র ৬) বরণ ৭) সংকল্প ৮) স...
-
আমি এর আগে একটি ব্লগে লিখেছি, দুর্গা যষ্টী পূজার মন্ত্র ।এখানে বলি আমি পণ্ডিত নই, বিভিন্ন ধরনের বই পড়ে, আর দু একজন ব্রাহ্মণের সাথে কাজ ...
-
ছবি টি কীসের বা কোন প্রাণীর নিশ্চয়ই বলে দিতে হবে না। মানুষের প্রথম পোষ মানা প্রথম প্রাণী, হয়তো অনেকেই পড়ে বলবেন এবার নতুন কী এতো আমরা স...
No comments:
Post a Comment