Anulekhon.blogspot.com

Thursday, 18 April 2019

যম পুরীতে ভোট ।

যমালয়ে ভোট ঘোষণা হয়েছে, নরক রাজ্যের একটি রাজ্য মেছ ভুতের। একটি পিশ্চাস দের একটি, শাঁখচূর্নী দের, তবে সব থেকে খারাপ রাজ্য হলো ভূতের রাজ্য, এখানে মেছ ভুতনি রাজত্ব করে।এখানে মাছ খেকো ভুত ভুতনি রা। যম রাজ এখানে নির্বাচনের ডাক দিয়েছেন। যম রাজ ভানু কে খুব ভয় পায়, কারণ সে জীবন্ত অবস্থায় যমালয়ে এসে যা করে গিয়ে ছিল। তা বলার কথা নয়। ভুতের রাজ্য ভোট এলে যম রাজ খুব চিন্তিত হয়ে পরেন। খালি অভিযোগ আসতে থাকে কে কখন যে কি করে বসে তার ঠিক নেই। মেছুনি ভালো কাজ করে বলে দাবী করে, কিন্তু মানুষ ভূতের অভিযোগ অনেক ও নাকি ভোটের সময় যম মুগুর আর নানা অস্ত্র হাতে দাঁড়িয়ে থাকে। ভোট না দিলে তার রেহাই নেই, মেরে পিশ্চাস বানিয়ে ছেড়ে দেবে। একটা কথা বলে আমি বিনি ভূতানি তে এতো মাছ খাওয়ার ব্যবস্থা করি তার পর আমায় ভোট না দিলে মজা দেখাবে না। সেই কারণেই যম রাজ নিরাপত্তা ব্যবস্থা করে কিন্তু হলে কি হবে ওরা তো ভুত তার উপর মেছ ভুতনি ওরা মার পিট করবেই।মেরে পিশ্চাস না বানানো পর্যন্ত ওদের শান্তি নেই।

No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।

উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...