Anulekhon.blogspot.com

Monday, 22 January 2024

লক্ষীর ভাণ্ডারের উপকারিতা ।

 পশ্চিমবঙ্গে সব থেকে জন প্রিয় একটা সরকারি ভাতা লক্ষী ভাণ্ডার। প্রায় প্রতি টি স্ত্রী এই ভাতা পাওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ে। এর একটা কারণ আছে, এখন পশ্চিমবঙ্গে স্কুল কলেজ বন্ধ, মদের দোকান বেশি সরকার নিজেই বাড়িতে মদ পৌঁছে দিচ্ছে। বেশিরভাগ স্ত্রী দেখছে স্বামীর আয় আর আগের মত নেই, সে আবার মদ খেয়ে টাকা শেষ করে দিচ্ছে। মদের টাকা শেষ হলেই, বৌ এর পেছনে ঘোরা এই পাঁচ শ টাকা লক্ষী ভাণ্ডার পেয়ে সে স্বামী কে দিচ্ছে বেশি করে মদ খেতে যাতে তাড়াতাড়ি মারা যায়। কারণ রোগ হলে ডাক্তার দেখানোর টাকা নেই। বরং মারা গেলে লাভ এক কালীন দু লক্ষ টাকা, শ্মশানে পোড়ানোর জন্য দু হাজার টাকা, এবং সাথে আছে বিধবা ভাতা মাসে দেড় হাজার টাকা। কারণ দিদি আঠারো বছরের বিধবা কেও এই ভাতা দেবেন বলেছেন। কি দারুন একটা ব্যাপার তাই না, সব স্বামী দের উদ্দেশ্য বলছি আনন্দ করে মদ খান। আর এই কারণেই দিদি ভাইয়েরা ভোটের আগের দিন এবং ভোটে জিতে মদ মাংস খাওয়ার ব্যবস্থা করে। লক্ষী ভাণ্ডারের আরেকটা উপকারিতা আছে, অবশ্যই সেটা তৃণমূল দাদা দের জন্য। রাতে পিঠে করতে ডাকা হবে, দু তিন দিন ধরে পিঠে করে বাড়ি যাবে। ও দাদা আপনার স্ত্রী মেয়ে গোষ্ঠীর সদস্য লক্ষীর ভাণ্ডারের টাকা পায় তাহলে চিন্তা করতে হবে না। আপনি কেবল দু এক দিন পাঠিয়ে দেবেন, তাহলেই আপনার জমিতে বীজ বুনে দেবে। কী ভালো তাই না। 

No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।

উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...