Anulekhon.blogspot.com

Thursday, 16 June 2022

"ফেল" করা ছাত্র ছাত্রী দের নিয়ে কটাক্ষ করা বন্ধ হোক।


 বিভিন্ন মিডিয়ায় বর্তমান বছরের উচ্চ মাধ্যমিক ফেল করা ছাত্র ছাত্রী দের নিয়ে কটাক্ষ করে যাচ্ছে বিভিন্ন মানুষ এবং এক দল সাংবাদিক।কোভিড19 এর জন্য গত 2020 সালের 15 ই মার্চ থেকে স্কুলের দরজা বন্ধ করে দিলেন। ঠিক সিদ্ধান্ত ছিল কি কারণ কোভিড19 আচরণ বিধি মেনে একটি করে শ্রেণির কে স্কুলে এনে পড়ানোর ব্যবস্থা করা যেত। 2020 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দুটি না তিন টি পরীক্ষা হয়ে গিয়েছিল তার উপর ভিত্তি করে নম্বর দিয়ে সকল ছাত্র ছাত্রী কে পাশ করিয়ে দেওয়ার ব্যবস্থা করা হলো। 2021 মাঝে মাঝে দু এক দিনের জন্য কোভিড বিধি মেনে নবম থেকে দ্বাদশ শ্রেণির পঠন পাঠনের ব্যবস্থা করা হলেও সেটা নামে মাত্র। অন লাইন ক্লাস করতে দিলেন দশ হাজার টাকা ফোন কিনতে, করোনা বলে বলে আসছিল, দ্বিতীয়, তৃতীয় ঢেউ আবার বয়স হিসেবে করোনা হচ্ছিল। 2021 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সব ছাত্র ছাত্রী পরীক্ষা না দিয়ে পাশ করে গেল। এভাবে চলতে চলতে 2022 সালের 7 ই ফেব্রুয়ারি গোরু, ছাগল, কুকুর, বিড়াল বাঁদরের সাথে পাড়ায় শিক্ষালয় শুরু করা হলো, প্রতিবাদের ঝড় উঠল 16 ই ফেব্রুয়ারি থেকে শুরু হলো বিদ্যালয়ের পঠন পাঠন তাও সব ছাত্র ছাত্রী দের নিয়ে নয় ।এর মধ্যেই পরীক্ষার রুটিন এলো মাধ্যমিক পরীক্ষা হলো অন্য বিদ্যালয়ে গিয়ে আর উচ্চ মাধ্যমিক হলো যে যার বিদ্যালয়ে। না হল ঠিক মত পড়াশোনা পরীক্ষা নেওয়া শুরু হল, যে ছাত্র ছাত্রীরা গত দু বছর দেখল পরীক্ষা না দিয়ে পাশ করা যায়, তারা তো দাবি করবে পাশ করিয়ে দেবার। কারণ পরীক্ষার দুই ফল পাশ ও ফেল এরা ভুলে গেছে, কেবল এরা নয় এদের অভিভাবকরাও ভুলে গেছে না হলে একটা বিষয় লক্ষ্য করে দেখুন 2022 সালে 7 ই ফেব্রুয়ারি থেকে 30 শে এপ্রিল পর্যন্ত স্কুল খোলা ছিল, অতিরিক্ত গরম এই অজুহাতে গত 2 রা মে থেকে বিদ্যালয় বন্ধ, বিদ্যালয় এখন রেশন দোকানে পরিনত হয়েছে। জানা ছিল 16 ই জুন স্কুল খুলবে এবং অনেক বিদ্যালয় প্রথম পর্বের মূল্যায়ন করবে দূর্ভাগ্য ছুটি পিছিয়ে দেওয়া হল, অতিরিক্ত গরমের অজুহাতে।কোন অভিভাবক কে স্কুল খোলা নিয়ে কথা বলতে দেখা যাচ্ছে না কিন্তু নিজের ফেল করা সন্তান কে পাশ করিয়ে দিতে হবে এই নিয়ে আন্দোলনে নেমেছেন এটা দেখা যাচ্ছে। বাংলার শিক্ষা ব্যবস্থা আজ রসাতলে, বাঙালি আবার ফিরে যাবে ইংরেজ আমলে! 

No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।

উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...