Anulekhon.blogspot.com

Wednesday, 4 May 2022

এদেশ থেকে দূর্নীতি যাবার নয়।

 যত দিন না সংবিধান সংশোধন করা হচ্ছে তত দিন এই দেশের থেকে দূর্নীতি, খুন, ধর্ষন, কোটি কোটি টাকা চুরি, ভোটের নামে প্রহসন চলবে । কারণ একটাই সংবিধানে আছে নাকি অপরাধির অপরাধ যদি চোখে দেখা যায় তাতেও সে আত্মপক্ষ সমর্থনে উকিল তথা আইনজীবী রাখতে পারে। আর আইনজীবী গন নিজের পেশা এবং কোটি টাকা ফ্রিস তথা পারিশ্রমিক পাবার জন্য এই সব দূর্নীতি গ্রস্থ মানুষের জন্য এমনকি জঘন্য অপরাধির হয়েও আইনের সহায়তা দিয়ে থাকে। কুখ্যাত অপরাধীও আইনের ফাঁক দিয়ে বেড়িয়ে যায় না হলে বর্তমান পশ্চিমবঙ্গে সি বি আই ডাকলেই সি বি আই ফোবিয়ায় আক্রান্ত হয়ে নামি হাসপাতালে ভর্তি হন অনায়াসে। ডাক্তার গন ভয়ে হোক ভক্তিতে হোক তাকে পরিষেবা দিয়ে রুগী তৈরি করে ভর্তি করে রাখে, এর পর আছে বিচার ব্যবস্থার ত্রুটি সে নাই বা লিখলাম এখুনি কোর্ট অবমাননা করা হয়েছে বলে আওয়াজ উঠবে। যাহোক আজকের লেখার কারনে পি চিদম্বরম, তিনি কংগ্রেসের শাসন কালে মন্ত্রী ছিলেন। আর এই রাজ্যের কংগ্রেস সভাপতি মাদার ডেয়ারি বিক্রির দূর্নীতি নিয়ে মামলা করেছে বর্তমান সরকারের বিরুদ্ধে। আর কংগ্রেস নেতা তথা এক সময়ের মন্ত্রী সরকারের বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের হয়ে আইনের লড়াই করতে এসেছেন, এসে বিক্ষোভের মুখে পড়েন সে নিয়ে আবার ঐ দলের হাই কামাণ্ড ক্ষুব্ধ। কেমন একটা গোলমেলে ব্যপার না। দেশ থেকে দূর্নীতি সে দিন বন্ধ হয়ে যাবে যে কোন উকিল পেশার দোহাই দিয়ে দূর্নীতির বা খুন রাহাজানি, ধর্ষকের হয়ে আইনের লড়াই করতে আসবেন না।



No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।

উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...