Anulekhon.blogspot.com

Thursday, 9 September 2021

এখন সব কিছু দুয়ারে! দুয়ারে সরকার, দুয়ারে রেশন।


 ছবি সৌজন্যে ডেইলি হান্ট নিউজ পোর্টাল । ২০২১ বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে শুরু হয় দুয়ারে সরকার, তখনই ঐ দুয়ারে সরকারের ক্যাম্পে সব রকম আবেদন করেন, বিভিন্ন মানুষ। কয়েক জন সুবিধা গুলো পেয়ে যান, সেটা খুব করে প্রচার করা হয়, কিন্তু যারা পেলেন না তাদের ঐ সব ফর্ম গুলো কি হলো, তার হদিস নেই। এই সব ফর্ম পূরণ করার পর অনেকের মোবাইল এ একটা ম্যাসেজ আসে কারো আসে না, ঐ পর্যন্তই ব্যাস শেষ, যেমন আমাদের রেশন কার্ডের আবেদন এই নিয়ে চতুর্থ বারের জন্য আবেদন করা হলো, এত দিনে ঐ একটা ম্যাসেজ এসেছে।



এই ম্যাসেজ এর আগে পাওয়া যায়নি যাহোক এবার পাওয়া গেছে, কিন্তু বেশ কিছু মানুষের বক্তব্য ঐ ম্যাসেজ তারা অনেক বার পেয়েছেন কোন কাজ হয়নি। এমনকি গত দুয়ারে  সরকার ক্যাম্পেও আবেদন করেও কোন ফল হয়নি। তাহলে সরকারের এই সুবিধা অর্থাৎ দুয়ারে রেশন কারা পাবেন, বোঝা যাচ্ছে, কারণ সরকার টি পশ্চিমবঙ্গ সরকার নয় তৃণমূল সরকার অর্থাৎ তৃণমূল দাদা, নেতা মন্ত্রী কর্মী এদের সরকার, যা কিছু ঘোষণা সব এদের জন্য। সাধারণ মানুষের অধিকার কেবল একটি ভোটের, তাও ভোট দিতে দেওয়া হলে অধিকার না হলে নেই। পশ্চিমবঙ্গে কেন গোটা ভারত বর্ষে এখন নির্বাচন হয় না কেবল প্রহসন হয়। আগেই ঠিক করা থাকে কে জিত বে বা কাকে জেতানো হবে। পশ্চিমবঙ্গের সাধারণ খেটে খাওয়া মানুষের অবস্থা যা ছিল তাই আছে, উন্নয়ন তো নেতা মন্ত্রী কর্মী দের। এই সব নেতা মন্ত্রী দের ঘুষ বা কাটমানি দিতে  পারলে সব কাজ সাথে সাথে মিলবে না হলে হবে না। কেবল ঘোষণা করা হবে আর প্রচারে চটকে অর্ধেকের বেশি গরীব মানুষ কোন সরকারী সুযোগ সুবিধা পাবেন না। কি সুন্দর না, আজকে আরেকটা ঘোষণা দেখলাম, পরিযায়ীর দুয়ারে না এই রকম একটা ঘোষণা করা হয়েছে। দেখা যাবে এই পরিযায়ী শ্রমিক ও ঐসব নেতা কর্মীদের মধ্য থেকে পাওয়া যাবে। 


No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।

উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...