Anulekhon.blogspot.com

Wednesday, 26 May 2021

জল হাঁটুর নীচে থাকলে কীভাবে সাঁতরানো যাবে শিখে নিন।


 হাঁটু সমান বা হাঁটুর নীচে জল সেখানে কীভাবে সাঁতার কাটতে হবে, এই নিউজ চ্যানেল দেখে শিখে নিতে হবে। কেবল এই মহিলা নন সাথে আরেক জন পুরুষ আছেন, তিনিও  সাঁঁতার কাটছেন। বলেছেন আমরা সিভিল ডিফেন্স এর কর্মী এইভাবে সাঁঁতার কেটে মানুষ কে সাহায্য করতে যাচ্ছি। একটু পরেই টিভি ক্যযামেরা দেখাচ্ছে মানুষ হেঁটে হেঁটে চলে আসছে জল হাঁটুর নীচে। আসলে ঘটনা হলো, যেমন সরকার তেমন তার কর্মী, সিভিল ডিফেন্স কর্মী এবং বিপদে গেছেন মানুষ কে সাহায্য করতে কোন উপকরণ ছাড়া, এই জলোচ্ছাস বা বন্যযায় নৌকা বা ভেলা জাতীয় সাথে থাকে যাতে করে গিয়ে মানুষ কে উদ্ধার করা হয়। সত্যিই সিভিল ডিফেন্স কর্মী, আবার বলাও যায় না। আজব রাজার রাজত্বে সব সম্ভব। তিল কে তাল করা সংবাদ মাধ্যমের কাজ না হলে ওদের বেতন হবে না, এমন সাংংবাদি ক ওখানে আছেন তিনি ফ্রি ল্যান্স সাংবাদিক ভালো সংবাদ না হলে টাকা পাবেন না। এসব করতে গিয়ে যে বাঙালি কে এবং বাংলার সরকার কে ছোট করা হচ্ছে সেটা ভুলে গেছে। কারণ বাংলার সরকার দান ধ্যান করতে ব্যস্ত কিন্তু সিভিল ডিফেন্স দের পোশাক ও অন্যান্য সরঞ্জাম দিতে পারে না। যারা এভাবে কৃতিত্ব দেখাতে চাইছ তারা একবার কোভিড19 রোগীর পাশে দাঁড়িয়ে দেখাও, যেটা রেড ভলেন্টিয়ার করছে। ওরা যদি আজ না থাকত পশ্চিমবঙ্গ আজ দ্বিতীয় উত্তর প্রদেশ হয়ে যেত। কেন নিজেকে হাস্যকর করে তুলছ কীসের জন্য! খবরের নীচে মানুষের কমেন্ট গুলো পড়ে দেখে নাও কেমন তোমাদের নিয়ে মজার মজার সব কমেন্ট করেছে। 

No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।

উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...