Anulekhon.blogspot.com

Saturday, 17 April 2021

2021 বাংলা কার? বাংলার মানুষ শান্তির পক্ষে।


 ২১ বাংলা কার বলে এই সব চ্যানেল প্রচার করে চলেছে বাংলা বর্তমান শাসক দলের আবার কোন সংবাদ চ্যানেল প্রচার করে চলেছে বাংলা বিজেপির বা কেন্দ্রীয় শাসক দলের। বাম কংগ্রেস আই এস এফ যারা বাংলায় শান্তি প্রতিষ্ঠার জন্য লড়াই করে যাচ্ছে তাদের কোন মূল্য নেই। বিগ্রেড সভায় অত লোক আর তার পরবর্তীতে বিভিন্ন প্রচার সভায় উপস্থিত জন জোয়ার সে সব মানুষ শান্তি চায় না, এদের মত ঘুষ খোর চ্যানেল চায়। আর দুর্নীতির গ্রস্থ দাঙ্গা বাজ খুনি  মাফিয়া চোর বদমাশ দের সরকারের আনতে চায়। আসলে এই চ্যানেল গুলো চায় না, বাঙালি শান্তিতে থাকুক। ভোট এলেই মানুষ মরুক রক্ত পাত হোক এসব এদের উদ্দেশ্য। আরেকটা চ্যানেল নিউজ 18 বাংলা ভোট চলছে তার মধ্যে দেখিয়ে যাচ্ছে কে কটা আসন পেতে পারে বা পেয়ে ছিল সেখানে বামে কংগ্রেস শূন্য জানা নেই নির্বাচন চলা কালীন এটা দেখানো যায় কিনা?ছবি টি দিলাম। 


এরা চায় ভোটের সময় এভাবেই বাংলার প্রতিটি প্রান্তে মানুষ ভোটের লাইনে আক্রান্ত হোক আর পুলিশ প্রশাসন চুপচাপ বসে থাকুক। ভোটের আগে এসব দূস্কৃতি দের গ্রেফতার করা দরকার ছিল তারা আজ জেলের বাইরে এই কারণেই অশান্তি এর মূলে বর্তমান শাসক দল। এই দেখুন দিদির কথায় বাহিনী কে ঘেরাও করে বিক্ষোভ। 


আরেকটা ছবি দিলাম কিভাবে চাকদহে নির্দল প্রার্থী প্রকাশ্য রাস্তায় বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে। 



আরও কিছু অশান্তির খবর দিলাম, সব গুলোই ডেইলি হান্ট নামক নিউজ পোর্টাল থেকে নেওয়া ছবি। এই ছবি গুলো দেখে এবং যারা বাড়িতে টিভিতে দেখছেন তাদের বলছি তারা চান এই রকম বাংলার প্রতিটি নির্বাচনে কোন না কোন মায়ের কোল খালি হোক, আপনি আমি বা আমরা শান্তি প্রিয় বাঙালি এটা চাইছি না কিন্তু উপরে দেখানো টিভি চ্যানেল এবং আরও কিছু কর্পোরেট পরিচালিত টিভি চ্যানেল প্রতি নিয়ত এক পেশ সংবাদ পরিবেশন করে বাঙালি জাতির সর্বনাশ ডেকে আনতে চাইছে। আমার আবেদন ছবি গুলো দেখে বিচার করে আগামীতে যে তিন দফা ভোট বাকি আছে সে খানে সংযুক্ত মোর্চার প্রার্থী দের ভোট দিয়ে জিতিয়ে আনুন শান্তি আসবে। কারণ 2011 সালের মত শান্তি পূর্ণ ভোট আমি চাই। আর এবারের ভোট হোক 1977 সালের মতো গোপনে সব ছাপ বাম বা সংযুক্ত মোর্চায়। এবার ছবি গুলো দিলাম। 






এগুলো কয়েকটি আরও আছে দিলাম না, বর্তমান শাসক দলের নেত্রী মাননীয়ার কাছে আবেদন আপনার ক্ষমতার লোভ, আর টাকার লোভ মানুষ কে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে আপনি চাইলে বাংলায় শান্তি আসবে বাংলা তথা বাঙালি কে শান্তি দিন। মানুষের সাথে মানুষের মত আচরণ করুন। 


No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংসের দিকে।

  ব্রিটিশ ভারতের একমাত্র রাজ্য যেখানে প্রথম পাশ্চাত্য শিক্ষার হাত ধরে আধুনিক শিক্ষা এবং বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা গড়ে উঠেছিল। এক সময় বাঙা...