Anulekhon.blogspot.com

Sunday, 7 March 2021

আপামর বাঙালির কাছে আবেদন ভোট দেওয়ার আগে এই ছবি গুলো মনে রাখবেন।




 এই ছবিটি মনে রাখবেন, লক ডাউনে না খেয়ে মা স্টেশনে পরে মারা গেছে। অবুঝ শিশু জানেও না।


 
হাজার হাজার মানুষ কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে হেঁটে বাড়ি ফিরেছে একটু খাবারের আশায়। 


যখন ট্রেনে চালু করা হলো এদের ফেরার জন্যে তখন অনেক দেরি হয়ে গেছে। ট্রেনের মধ্যে এক শ্রমিক খাবার ও জলের অভাবে মারা গেছে। 

ক্লান্ত শ্রমিক রাস্তার উপর শুয়ে আছে। 


এই কিশোর সুদূর হায়দরাবাদ থেকে ঝাড়খণ্ড ফিরবে বলে হাঁটতে শুরু করে ছিল কিন্তু তার আর বাড়ি ফিরে আসা হয় নি। 

এই ছবিটি পশ্চিমবঙ্গ পুলিশ লক ডাউনে প্রথম দিন বাচ্চার জন্য দুধ কিনতে বেড়িয়ে ছিল বলে মারা হয়েছে। 



লকডাউনে মানুষের পাশে বামপন্থীরা, এত একটি গন সংগঠনের ছবি, এছাড়া ছিল বা এখনো আছে শ্রমজীবী ক্যান্টিন। 
আর এরাজ্য সরকারের আচরণ দেখুন, ২০১৯ চাকরির জন্য হবু শিক্ষক চাকরির তালিকা ভুক্ত ( প্যানেল) হয়েও চাকরি পায় নি তাদের অনশন। 

এবার দেখুন কাজের দাবিতে বা বেকার দের চাকরির দাবিতে নবান্ন অভিযানে পুলিশের নির্মম অত্যাচার যে অত্যাচার সহ্য করতে না পেরে মারা গেছে মঈদুল ইসলাম মিদ্দা। 


এসব দেখে এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশ ছোঁয়া দাম দেখেও যারা এই দিদি এবং মোদি মোদি করে চিৎকার করছেন তাদের বলছি। দয়া করে আমার আপনাদের বাংলা কে উত্তর প্রদেশে ত্রিপুরা আসাম করে তুলতে দেবেন। এরা বাংলা ও বাঙালি বিরোধী আর দিদির দল এদের ডেকে আনছে। আসুন সকলে মিলে প্রতিবাদে সামিল হই, বাংলার ছাত্র যুব দের পাশে দাঁড়াই। আসুন সকলে মিলে মত বিনিময় করি একটি হোয়টাস এ্যাপ গ্রুপে আসুন ।আমার হোয়াটস এ্যাপ নম্বর দিলাম হোয়াটস এ্যাপ করুন নিজের নাম   পরিচয় দিয়ে। আমার নম্বর ৭৯ ৮০৯৫ ১৩ ৯৫ ইংরেজি 7980951395। ।


No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।

উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...