Anulekhon.blogspot.com

Sunday, 28 February 2021

বাম কংগ্রেস ও আই এস এফ এর ঐতিহাসিক বিগ্রেড।


 আজ ২৮/২ /২০২১ বিগ্রেড ঐতিহাসিক জমায়েত, বাম সংযুক্ত. মোর্চার আজকের বিগ্রেড সমাবেশ বুঝিয়ে দিয়েছে আগামী বিধানসভা নির্বাচনে ফল কী হতে চলেছে। যতই দালাল মিডিয়া আর আই টি সেল প্রচার করুন আগে রাম পরে বাম। আজকের সমাবেশ জানান দিয়েছে যে আগামী বিধানসভা নির্বাচনে বাংলার সাধারণ খেটে খাওয়া মানুষ কী চাইছেন। বিগ্রেডের গর্জন পৌঁছে দিতে হবে সুদূর গ্রামের কোনায় কোনায় প্রতিটি বুথে প্রতিটি বাড়িতে বাড়িতে। বাঙালি চোর, মিথ্যাবাদী, ডাকাত দলের সরকার চায় না । মানুষ কে ভিক্ষারি বানিয়ে নিজে কোটি কোটি টাকার মালিক। বেকার যুবক যুবতী দের চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা ইনকাম। আর যারা টেট পাশ করে বসে আছে তাদের এবং এরকম লাখো লাখো বেকারের আওয়াজে মুখরিত আজকের বিগ্রেড, সব হারানো মানুষ গুলোর মুষ্ঠি বদ্ধ হাত এক হয় এই সমাবেশে, , গত বছরের মার্চ মাসে হঠাৎ চার পাঁচ ঘণ্টার মধ্যে দেশে লক ডাউন ঘোষণা করে অন্য রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকের যারা কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে বাড়ি ফিরেছে । যাদের আমরা পরিযায়ী শ্রমিক নাম দিয়েছি, আসলে ওরা পরিযায়ী নয় এই দেশের মানুষ, এদের  সেই বিখ্যাত শ্লোগান দরকারে পাই, সরকারে চাই মুখরিত আজকের এই ঐতিহাসিক বিগ্রেড সমাবেশ। বাংলার খেটে খাওয়া সকল মানুষের উপস্থিতি বলছে আগামী দিনে বাংলা চটি পিসির হাত থেকে মুক্তি পাবে এবং দস্যু অর্থাৎ আরেক ডাকাত সর্দার কে বাংলায় ঢুকতে দিলে হবে। যারা বলছেন খেলা হবে তাদের বলছি নিরাপত্তা বাহিনীর ঘেরা টোপে থেকে মানুষ কে হুমকি না দিয়ে যদি সত্যি মানুষের উপকার করে থাকেন তাহলে সাহস করে মানুষ এর সাথে মিছিলে পা মেলান না হলে আগামী দিন খুব ভয়ঙ্কর। কেবল আপনার মত সমাজ বিরোধীর জন্যে। আজকের বিগ্রেড সেটাই জানান দিচ্ছে। 

No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।

উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...