নব্বান অভিযানে, পুলিশের লাঠির আঘাতে জখম হন, আজ মৃত্যু কমরেড ফিরোদ মিদ্যার, ভাষা হারিয়ে ফেলেছি, জানি না এই মৃত্যুর শেষ কোথায়, এক মিথ্যাবাদী চরম দূর্নীতি গ্রস্থ চোর তোলাবাজ চিটিংবাজ সরকারের সাগরেদ পুলিশ, ঐ সব চোর মাফিয়া দের নিরাপত্তার ব্যবস্থা করে। আর নিরস্ত্র জনতা নিজের অধিকারের দাবি নিয়ে গনতান্ত্রিক পদ্ধতি তে আন্দোলন করে তখন ঐ চোর চিটিংবাজের নির্দেশে লাঠি চালায়। আর কত প্রাণ নেবে জানা নেই এত টাকার লোভ কাট মানির তোলাবাজি চিটিংবাজি করে ঘুষ নিয়ে পেট ভরে গেল এরপর আর কত টাকা চাই। সাধারণ মানুষের এদের কাছে কোনো মূল্য নেই, গোরু ছাগল ভাবে ভিক্ষা বৃত্তি আর কুত্তা ভাবে এক মুঠো ভাত ছুঁড়ে দিয়ে, কিম্বা এক টুকরো রুটি ছুঁড়ে দিয়ে ভোট এই করে দিয়েছি, জনগণের ট্যাক্স এর টাকা জনগণ কে দিয়ে বলে আমি করে দিলাম। নিজের দলের নেতা কর্মী মন্ত্রী কোটি কোটি টাকার মালিক তার জবাব নেই। এমন বড় বড় কথা আর মিথ্যের ফোয়ারা ছুটছে বিধানসভা ভাঙচুর, পেট ভরে খেয়ে অনশন। মানুষ খুন সেটা জল ভাত কথা মিডিয়ার দৌলত্যে একটা একটা কথা এরা শিখে রেখেছে চৌঁত্রিশ এরকম অনেক হয়েছে। আরে তাই যদি হয়েছে সে কারণেই তো তুই বা তোরা পরিবর্তন করে ছিলি। এখন সে গুলো ঘটবে কেন আসলে তখন এই দলে এই চোর গুণ্ডা মস্তানের দল কাজ গুলো করত, মানুষের উপর বিশ্বাস করত না এখনও তাই করে এতো উন্নয়ন করছে বলছে, তবুও মানুষ কে বুথে গিয়ে ভোট দিতে দেয় না। পুলিশ পর্যন্ত এই দলের হয়ে ছাপ্পা ভোট দেয়। কারণ কোটি কোটি টাকা ঘুষ আর কাট মানির ভাগ যেটা বাম আমলে করতে পারে নি। পুলিশের একজন সিভিকের বেতন কত? কিন্তু ঠাট বাট দেখলে মনে হবে ঐ সিভিক কোন রাজ পুত্র টাকা আসে তোলা থেকে আর সেই টাকার ভাগ পুলিশের উপর মহল থেকে শুরু করে নেতা মন্ত্রী সবার ভাগ আছে। সেই কারণেই আজ পুলিশ এই শাসক দলের হয়ে কাজ করে। এই মৃত্যুতে সমবেদনা জানানোর ভাষা নেই, একটাই কথা যতখন পর্যন্ত না পুলিশ মন্ত্রী পদত্যাগ করেছেন ততখন আন্দোলন উত্তাল করে তুলতে হবে। ছাড়া যাবে না। প্রতিটি মোড়ে মোড়ে অলিতে গলিতে আন্দোলন শুরু করতে হবে। পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাই।
Anulekhon.blogspot.com
Subscribe to:
Post Comments (Atom)
পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।
উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...

-
সরস্বতী পুজোর পদ্ধতি, পরপর যা করতে হবে।১)আচমন ২)বিষ্ণু স্মরণ ৩)স্বত্ত্বি বাচন ৪) স্বত্ত্বি সূক্ত ৫) সাক্ষ্য মন্ত্র ৬) বরণ ৭) সংকল্প ৮) স...
-
আমি এর আগে একটি ব্লগে লিখেছি, দুর্গা যষ্টী পূজার মন্ত্র ।এখানে বলি আমি পণ্ডিত নই, বিভিন্ন ধরনের বই পড়ে, আর দু একজন ব্রাহ্মণের সাথে কাজ ...
-
ছবি টি কীসের বা কোন প্রাণীর নিশ্চয়ই বলে দিতে হবে না। মানুষের প্রথম পোষ মানা প্রথম প্রাণী, হয়তো অনেকেই পড়ে বলবেন এবার নতুন কী এতো আমরা স...
No comments:
Post a Comment