Anulekhon.blogspot.com

Thursday, 21 January 2021

নতুন দল এই বাংলায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট।


 ধন্যবাদ জানাই আপনাকে, বাঙালি অনেক কিছু হারিয়েছে, বাংলার হাজার হাজার বীর সন্তানের আত্মবলিদানের মধ্যে দিয়ে দেশে স্বাধীনতা এসেছে, কিন্তু এক দল উগ্র হিন্দুত্ব বাদী বাংলা কে ভাগ করে বাঙালি জাতিকে ধ্বংবংসে মুখে ঠেলে দিয়েছে। ব্রিটিশ তথা ইংরেজ শাসক ১৯০৫ সালে বাংলা ভাগ করতে গিয়েও পারে নি। কারণ তারা জানত এই বাংলা যদি এক থাকে তাহলে ভারতে তাদের শাসন করা মুশকিল। বাঙালি ব্রিটিশদের মসনদ টলিয়ে দিয়ে ছিল। বাংংলা মায়ের তিন দামাল সন্তান বিনয় বাদল দীনেশ রাইটার্স বিল্ডিং এ ঢুকে অত্যাচারি সাহেব কে খুন করে দিয়ে ছিল। তার পরেই রাজধানী কলকাতা থেকে সরে দিল্লি নিয়ে গিয়ে ছিল ব্রিটিশ রাজ। আজ সেই ব্রিটিশদের পা চাটারা ক্ষমতা দখল করতে মরিয়াা , ১৯৪৬ সাল থেকে আজ পর্যন্ত স্বাধীনতার পর থেকে এই ৭৬ ধরে বাঙালি জাতি আজ নির্যাতনের স্বীকার অসম ত্রিপুরা এমনকি উত্তর প্রদেশের দণ্ডকারণ্য সর্বত্র বাঙালি আজ নির্যাতিত সে খানে আপনি এমন একটা দল গঠন করেছেন। ইন্ডিয়ান সেকুলার ফ্রণ্ট, সত্যি প্রশংসা যোগ্য, আশা করি আপনি এগিয়ে আসবেন বাংলার মাটিতে যাতে বিজেপি নামক বিষ না আসতে পারে তার ব্যবস্থা করার জন্য। আর আপনি নিশ্চয়ই দেখছেন বর্তমান শাসক দলের নেতা কর্মী কীভাবে ঐ ডাকাত দল কে ডেকে আনছে। আসলে এতো চুরি করেছে, যে সিবিআই তদন্ত ও অন্যান্য তদন্ত থেকে বাঁঁচতে ঐ বড়ো মিথ্যাবাদী জোচ্চরের দলে নাম লেখাচ্ছে বাঁঁচাতে। আপনি নিশ্চয়ই চোর তোলাবাজ মিথ্যাবাদী, চিটিংবাজ দের সাথে হাত মেলাবেন না।বাঙালি জাতিকে আবার সেই শান্তির দিন গুলো ফিরিয়ে দিতে, ধর্ম কে  ধর্মের জায়গায় রেখে এগিয়ে যাই। যে যার ধর্ম সে তার মত পালন করুন। আমরা আবার গোটা ভারত কে দেখিয়ে দিই আমরা বাঙালি জাতি আমরাই পারি তোমাদের শেখাতে। এখানে রফিকুল অসুস্থ হলে রবীন গিয়ে পাশে দাঁড়িয়ে তার চিকিৎসার ব্যবস্থা করে এটাই বাংলা। আমরা বাঙালি জাতি, বিশ্ব দরবারে মাথা উঁচু করে বাঁঁচতে জানে। আমরা  চোর ডাকাত তোলাবাজ কাটমানি খোর ঘুষখোর নই মিথ্যাবাদী নই। আপনাকে আবারো ধন্যবাদ জানাই। ভালো থাকুন সুস্থ থাকুন ।

No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।

উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...