Anulekhon.blogspot.com

Tuesday, 1 December 2020

দেশের অন্নদাতারা, দালাল মিডিয়ার সাথে কথা বলতে নারাজ।


 



বাঁদিকের কালো কোর্ট পরা ব্যক্তিটি আগের দিন জি নিউজ এর বুম নিয়ে আগের দিন খবর করতে গিয়ে ছিল, কিন্তু কৃষক আন্দোলন সম্পর্কে তার চ্যানেল সঠিক খবর করেনি। কৃষক আন্দোলনের নেতারা এই সব দালাল মিডিয়ার সাথে কোনো কথা বলছেন না। তাড়িয়ে দিচ্ছেন, সেই কারণে ঐ ব্যক্তি জি নিউজ এর অন্য একটি চ্যানেল এর বুম নিয়ে গিয়ে ছিল খবর করতে কৃষক আন্দোলনের নেতৃত্ব চিনতে পারে এবং ওখান থেকে ভাগিয়ে বা তাড়িয়ে দেয়, এবং সরাসরি বলছেন দালাল মিডিয়ায় এই বিষয়ে বাঙালি কেও ভাবতে হবে, বাংলার অনেক দালাল আছে, বামেদের এতো আন্দোলন এই মহামারীর সময় মানুষের পাশে থাকার খবর নাম মাত্র দেখিয়ে এখন এক মেদিনীপুরের নাটক মঞ্চস্থ করা নেতার দু মাস ধরে চলা নাটক দেখাতে ব্যস্ত। কিছু দিন আগে কেবল সুশান্ত সিং রাজপুত হচ্ছিল, এখন মেদিনীপুরের ঐ নেতার নাটক দেখাতে ব্যস্ত। দারুণ একটা বিষয় পেয়েছে, সত্যি আমাদের রাজ্যেটা কোথায় গেছে বিজ্ঞাপন আর টাকার লোভে মিডিয়া বিক্রি হচ্ছে, এটা শুরু হয়েছে গত ২০০৬ সাল থেকে। এদের জন্য রাজ্য টা আজ শ্মশান হয়েছে, শিল্প নেই, কাজ নেই, দিনের পর দিন বেকার বাড়ছে, শিক্ষিত বেকার যুবক যুবতীরা আজ রাস্তায় নেমে আন্দোলন করছে ওসব বাদ দালাল মিডিয়ায় কেবল নাটক চলছে। 

No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।

উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...