Anulekhon.blogspot.com

Sunday, 27 September 2020

27 /9/1907 বিপ্লবী ভগৎ সিং এর জণ্ম দিন।

27 শে সেপ্টেম্বর 1907 ভারত মায়ের বীবোর সন্তান ভগৎ সিং এর জণ্ম দিন । আমার এই ব্লগের মাধ্যমে এই বীর সন্তান কে শ্রদ্ধার্ঘ্য।
ইনি কেবল স্বাধীনতা যুদ্ধের বীর সৈনিক ছিলেন না, চেয়ে ছিলেন দেশের আপামর জনসাধারণের মুক্তি তথা স্বাধীনতা। মুষ্ঠিমেয় মানুষ দেশের সম্পদ ভোগ করবে আর গরীব খেটে খাওয়া মানুষ, কৃষক শ্রমিক একবেলা খেয়ে না খেতে পেয়ে মারা যাবে এটা ইনি মেনে নিতে পারেননি। চেয়ে ছিলেন সব মানুষের অর্থনৈতিক স্বাধীনতা, এক কথায় ভারতে বামপন্থী আন্দোলনের এক উজ্জ্বল ব্যক্তি এনাকে বাঁচাতে দেওয়া হয়নি, ইংরেজ এবং তৎকালীন ভারতের নরমপন্থী নেতারা কিছুতেই চরমপন্থী আন্দোলন কে সমর্থন করেনি কিন্তু সেদিনের পার্লামেন্টে বোমা বিস্ফোরণ ঘটিয়ে এক কালা আইন পাশ রুখে দিতে পেরেছিলেন। যে কালা আইন আজ সংখ্যার জোরে গায়ের জোরে ব্রিটিশদের পা চাটারা সংসদে পাশ করে নিচ্ছে, দেশ বিক্রির আইন, কেউ কিছু বলার নেই, বাধা দিলে জুটছে বিভিন্ন তকমা ও শাস্তি। আজকের শাসকের সাথে ব্রিটিশ সরকারের কোন পার্থক্য নেই। 

No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।

উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...