Anulekhon.blogspot.com

Saturday, 20 July 2019

মন্ত্রী মশায় একেবারে ঠিক কথা বলেছেন।

জানি না এসব অন লাইন খবর কজন পড়েছেন।তবে খবর টি পড়ে আমার খুব ভালো লাগলো, তাই লিখছি, নন্দীগ্রাম আন্দোলন নিয়ে বলছেন, যে ওনি নাকি নন্দীগ্রাম আন্দোলনে ডক্টরেট করেছেন। একদম খাঁটি কথা, কীভাবে গত ২০০৬ থেকে সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন হয়েছে, তার সিবিআই রিপোর্ট ওনার সরকারের কাছে আছে। যে রিপোর্টের সম্পূর্ণ ভাবে এখনও প্রকাশ হয় নি। যে টুকু প্রকাশ হয়েছে, তাতে নন্দীগ্রাম যে চোদ্দ জন মানুষ খুন হন, তারা পুলিশের গুলিতে নয়, তৎকালীন মাওবাদী ও পরে তারা তৃণমূলের নেতা কর্মী বলে পরিচিত হয়ে ছিল। ওনার কথা বা ঐ সাংবাদিকের কথা অনুযায়ী সি পি আই এম চল্লিশ জন কে খুন করেছে নন্দীগ্রাম আন্দোলনে। আমি যতদূর জানি সি বি আই রিপোর্ট অন্য কথা বলছে। আমি জানি বড়ো বড়ো রাজনৈতিক নেতা মন্ত্রীরা মিথ্যে কথা বলেন।
যতদূর জানি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প থেকে শুরু করে আমাদের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী তো এ বিষয়ে মানে মিথ্যে কথায় ডক্টরেট করেছেন। আমি ভাবতাম আপনি মিথ্যা বলেন, কিন্তু এতোটা মিথ্যে কথা বলবেন ভাবতে পারিনি। আপনি মিথ্যার মধ্য দিয়ে সত্যি কথা বলে ফেলেছেন। তৃণমূল দল টা ঐ মারা মারি মানুষ খুন, তোলাবাজি, কাট মানি নেওয়াতে ডক্টরেট করেছে, সে তো আমরা ২০১১সালের পর রাজ্যের প্রতিটি নির্বাচনে দেখতে পাচ্ছি। সাধারণ মানুষ থেকে ভোট কর্মী কেউ বাদ থাকছে না, তালিকা থেকে। একটা নির্বাচনও শান্তি পূর্ণ হয়নি, ২০০৯ ও ২০১১ সালের নির্বাচনের মতো, অথচ আপনার নেত্রীর দাবি ছিল কেন্দ্রীয় বাহিনী দিয়ে শান্তি পূর্ণ নির্বাচন করতে হবে। আজ তিনি ভুলে গেছেন, জনগণ মনে রেখেছে, আমার অনুরোধ আপনারা রাজ্যের অনেক উন্নয়ন করেছেন। তাহলে নির্বাচনের সময় মানুষ কে বিশ্বাস করতে পারছেন না কেন? কারণ মানুষ উন্নয়ন দেখেছে নেতা মন্ত্রী দের, তিনশ টাকার মজুর আজ তিনশ কোটি টাকার মালিক। আমার একটা অনুরোধ আগামী ২০২১ সালের নির্বাচনে একটা মানুষ খুন হবে না এখন থেকে আপনি বলুন মানুষ কে আশ্বাস দিন। হুমকি নয় সি পি আই এম এর কিছু কিছু নেতা কর্মীরা শেষের দিকে এভাবে মানুষ কে ভয় দেখাতে শুরু করে ছিল, তাদের পরিনতি ভালো হয়নি। আপনি বি জে পি কে বলছেন, এবার ভাবুন মানুষ সি পি আই এম এর হুমকি আর অত্যাচার থেকে বাঁচতে নাকি আপনাদের ভোট দিয়ে ছিল। এবার যখন বুঝতে পারছে আসলে অত্যাচারি আপনারা আপনার দলের নেতা কর্মীরা, নিজের আখের গোছাতে যে কোন কাজ করতে পারে। সে নিজের দলের লোক কেও খুন করতে পারে। আর আপনার দলের এসব অত্যাচার থেকে বাঁচতে মানুষ বি জে পির দিকে ঝুঁকেছে। মানুষ বাঁচাতে চায় দু বেলা খাবার না জোটে ক্ষতি নেই, কিন্তু শান্তিতে বাঁচাতে চায়। একবার আপনি হুমকি দিচ্ছেন, একবার বি জে পি হুমকি দিচ্ছে। মাঝখানে সাধারণ মানুষের জীবন নিয়ে টানাটানি। যতটা সম্ভব রবীন্দ্র নাথ ঠাকুরের লেখা "রথ যাত্রা" বলে একটা কবিতায় ছিল, " রথ বলে আমি বড়ো /পথ বলে আমি /রথে বসে হাসেন অন্তর্যামী।" যাহোক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 

No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।

উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...