শিক্ষা গত যোগ্যতা না থাকলেও চলে, যদিও থাকে তাহলে তাহলে সেটা ভুয়ো বা জাল সার্টিফিকেট হলেও চলবে। আবার যদি কোনো কারণে মানুষ খুন ধর্ষণের কেস তোলা বাজি থাকে তাহলে তো কথাই নেই, এসব কারণে জেল হাজতে থাকলেও চলবে। এই রকম প্রার্থী সবচেয়ে বেশি ভোটে নির্বাচিত হয়ে, সদস্য হবে। একবার সদস্য হলে এবার কোটি কোটি টাকা চুরি বা কাট মানি নেওয়া সহজ এই সব প্রার্থী অনেক দল বেশি পছন্দ করেন। এদের বাহুবলি বলে, মিথ্যে কথা বলতে পটু হতে হবে, মানুষ কে ঠেকাতে জানতে হবে। গরীবের উপকার করতে হবে তো, তাই কোটিপতি হতে হবে। ভোটের দিন মানুষ যাতে ভোট দিতে না পারে তার ব্যবস্থা করতে জানতে হবে। সাধারণ মানুষ কে নাজেহাল করতে জানতে হবে। মানুষ কে বোকা বানাতে জানতে হবে। সরকারি টাকা আত্মসাৎ করতে জানতে হবে। সরকারি কর্মীদের কাজে, বাধা দিতে জানতে হবে। যে ব্যবসায়ীদের টাকা খরচ করে ক্ষমতায় এসেছে, সে এবং নিজে যাতে সরকারি কর ফাঁকি দিয়ে কোটি কোটি টাকা বিদেশের ব্যাঙ্কে জমাতে পারে তার উপায় জানতে হবে। সরকারি ব্যবস্থা তুলে দিয়ে বেসরকারি কি করে করা যায় জানতে হবে। নিজের চোদ্দ পুরুষ যাতে বসে খেতে পারে তার ব্যবস্থা করে দিতে জানতে হবে। যে কোন ভাবে মানুষে মানুষে দ্বন্দ্ব লাগাতে জানতে হবে। মানুষ বিপদে পড়লে সামনে সহানুভূতি আর পিছনে বাঁশ দেওয়া যায় কি করে ভালো করে জানতে হবে। এ বিষয়ে পি এইচ ডি করেছেন এরকম সদস্য বা নেতা মন্ত্রী দলে রাখতে হবে। বর্তমান সময়ে আমি যেটা নিয়ে হাড়ে হাড়ে টের পাচ্ছি। মুখে ভালো বাসার অন্ত নেই, কাজের সময় নাজেহাল করে ছেড়ে দিচ্ছে। নেতা মন্ত্রী না হলেও ছোট খাটো হলেও, চলবে নিয়ম শৃঙ্খলা আইন ওসব অপরের জন্য বা সাধারন মানুষের জন্য, আমি ভালো আছি বা থাকব হলেই তাড়াতাড়ি নেতা হওয়া যাবে। মানুষ কোনো কাজে সাহায্য চাইতে এলে তাকে নাকের জলে চোখের জলে করতে জানতে হবে। আবার ভোটের আগে সুন্দর সুন্দর মিথ্যে কথা বলতে জানা বাধ্যতামূলক। ভোটের পর যদি জিতে গেলেন ব্যাস পায় কে, তখন মাটিতে পা পড়বে না। জনগণের নেতা জনগণ কে কাছে যেতে দেওয়া যাবে না। A to Z ক্যাটাগরি নিরাপত্তা নিয়ে ঘুরে বেড়াতে হবে।
Anulekhon.blogspot.com
Subscribe to:
Post Comments (Atom)
পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।
উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...

-
সরস্বতী পুজোর পদ্ধতি, পরপর যা করতে হবে।১)আচমন ২)বিষ্ণু স্মরণ ৩)স্বত্ত্বি বাচন ৪) স্বত্ত্বি সূক্ত ৫) সাক্ষ্য মন্ত্র ৬) বরণ ৭) সংকল্প ৮) স...
-
আমি এর আগে একটি ব্লগে লিখেছি, দুর্গা যষ্টী পূজার মন্ত্র ।এখানে বলি আমি পণ্ডিত নই, বিভিন্ন ধরনের বই পড়ে, আর দু একজন ব্রাহ্মণের সাথে কাজ ...
-
ছবি টি কীসের বা কোন প্রাণীর নিশ্চয়ই বলে দিতে হবে না। মানুষের প্রথম পোষ মানা প্রথম প্রাণী, হয়তো অনেকেই পড়ে বলবেন এবার নতুন কী এতো আমরা স...
No comments:
Post a Comment