ছবি টি অন লাইন আনন্দ বাজার পত্রিকায় বেড়িয়ে ছিল ।খবর টি বিকেলে কলকাতা শহরে, ভবিষ্যতের ভুত একটি সিনেমা বা চলচ্চিত্র গতকাল সেস্নর বোর্ডের পারমিশন নিয়ে মুক্তি পেয়েছিল। আজ বিকেল থেকে কলকাতায় বিভিন্ন হলে দেখানো বন্ধ হয়ে গেছে, যুক্তি উপর মহলের সমস্যা আছে, যুক্তি সত্যিই অদ্ভুত, মনে আছে আমরা এর আগে ভুতের ভবিষ্যৎ নামে একটি সিনেমা বা চলচ্চিত্র দেখে ছিলাম। এখানে কথাটা উল্টে গেছে, ওখানে গল্প ছিল এক প্রমোটার কে নিয়ে, কারণ প্রমোটার ভুতে দের থাকার পুরানো বাড়ি গুলো ভেঙে ফ্লাট বাড়ি ও মার্কেট তৈরি করছে। তাদের থাকার জায়গার অভাব নিয়ে তৈরি ছিল সেই সিনেমাটা। আর এর গল্প একটু অন্য ভবিষ্যতে কারা কী কারণে কী ভাবে ভুতে পরিণত হবে, সেটাই গল্প নেতা মন্ত্রী দের বিভিন্ন সময়ে নানা কু কর্ম তুলে ধরে ভবিষ্যতে তারা কি রকম ভুতে পরিণত হবে, সেটাই গল্প। আজ থেকে বিভিন্ন হলে বিভিন্ন জায়গায় ছবি টি প্রদর্শন বন্ধ করে দেওয়া হয়েছে। আপনা দের মনে আছে যখন পদ্মাবত ছবির প্রদর্শন বন্ধ করে দেওয়া হচ্ছিল, তখন আমাদের মুখ্যমন্ত্রী কী বলে ছিলেন। আবার পিকে ছবি দেখানো বন্ধ করে দেওয়ার হুমকি, আমরা দেখেছি আমাদের দেশে বাক স্বাধীনতা নেই, কারো যদি কোন ঘটনা এবং সেটা যদি রাজনৈতিক সম্পর্কে হয়, তবে সেটা আর দেখানো যাবে না। বাংলায় আজ বলে আগেও হয়েছে, এখনও ঘটে চলছে। আমার প্রশ্ন বা কথা হলো যখন পদ্মাবত নিয়ে দেশ তোলপাড় তখন তিনি বলেন, এ রাজ্যে পদ্মাবত চলবে কোনো বাধা থাকবে না। আর এখন এই ছবি বা চলচ্চিত্র বেলায় কী হলো? এটা কী দ্বিচারিতা নয় । শাসক সে যেই হোক সবাই সমান, প্রতিবাদের ভাষা বা আন্দোলন কেউ সহ্য করতে পারে না।
Anulekhon.blogspot.com
Subscribe to:
Post Comments (Atom)
পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।
উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...

-
সরস্বতী পুজোর পদ্ধতি, পরপর যা করতে হবে।১)আচমন ২)বিষ্ণু স্মরণ ৩)স্বত্ত্বি বাচন ৪) স্বত্ত্বি সূক্ত ৫) সাক্ষ্য মন্ত্র ৬) বরণ ৭) সংকল্প ৮) স...
-
আমি এর আগে একটি ব্লগে লিখেছি, দুর্গা যষ্টী পূজার মন্ত্র ।এখানে বলি আমি পণ্ডিত নই, বিভিন্ন ধরনের বই পড়ে, আর দু একজন ব্রাহ্মণের সাথে কাজ ...
-
ছবি টি কীসের বা কোন প্রাণীর নিশ্চয়ই বলে দিতে হবে না। মানুষের প্রথম পোষ মানা প্রথম প্রাণী, হয়তো অনেকেই পড়ে বলবেন এবার নতুন কী এতো আমরা স...
No comments:
Post a Comment