Anulekhon.blogspot.com

Friday, 1 February 2019

পৃথিবীর সবচেয়ে বেশি বুদ্ধিমান জীব।

উপরের শিরোনামে যে কথা টি আছে, ঐ কথা আমরা সকলে জানি, কারণ কথাটা বহু যুগ ধরে এই কথা বলে নিজেই নিজের প্রশংসা করে। মানুষ তার মগজ খাটিয়ে তুখোর বুদ্ধি দিয়ে নিত্য নতুন আবিস্কারের মধ্যে দিয়ে আদীম পৃথিবীকে আজ নিজের বাসযোগ্য করে নিয়েছে। এমন সব বিষয় সে আবিষ্কার করে ফেলেছে যে দুনিয়া এখন তার হাতের মুঠোয়। একটি ক্লিকে সে সমস্ত খবর দেখে নিচ্ছে পৃথিবীর যে কোন প্রান্তে বসে। তবে এটাও ঠিক সব মানুষের দ্বারা এটা হচ্ছে না ।
যার দ্বারা হচ্ছে না তিনি পিছিয়ে পরছেন, বিচিত্র পৃথিবীর বিচিত্র সব মানুষ ভাষা পোশাক সব কিছু ভিন্ন তাদের চিন্তা ধারা খাদ্য, বাসস্থান কত রকম সব কিছু সবার হয়তো জানা নেই। বৈচিত্র ময় পৃথিবীতে আদীম যুগ থেকে সকল মানুষ কে এক জোট করা জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময়ে নানা ধর্মের প্রচার এবং প্রসার ঘটেছে। ধর্মের জিগির তুলে মানুষ কে ভাগ করে দেওয়া হয়েছে। পৃথিবীর বুকে দুটো ধর্ম যুদ্ধ হয়েছে ভাবুন ধর্ম নিয়ে যুদ্ধ, এখনও কিছু মানুষ মানুষের মৌলিক চাহিদা কে পাত্তা না দিয়ে ধর্মকে নিয়ে মানুষ কে বিভাজন করে যাচ্ছে। সত্যি কার মানুষ যদি মানুষ হতো তবে মানুষের মৌলিক চাহিদা চেষ্টা করত, খাদ্য বস্ত্র বাসস্থান ও কাজের ব্যবস্থা করে দিত। আমি এমন মানুষও দেখছি যাদের মানের হুঁস নেই, চুরি করে ঘুষ খেয়ে মানুষ খুন করে মিথ্যে কথা বলে ধর্মের নামে রাজনীতি করে মানুষের জীবন দূর্বিসহ করে তুলেছে। নিজে দেহরক্ষীর সুরক্ষা নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর সাধারণ মানুষ কে বলছেন বোমা মারার জন্য, কেউ যদি একটা বোমা মারে তবে তাকে এগারো টা বোমা মারার জন্য বলা হয়েছে। এরা বড়ো বড়ো নেতা তোলা তুলে কোটি কোটি টাকার মালিক,, সাধারণ মানুষ মরলে এসব নেতাদের আনন্দ হয়। আমাদের দেশে এরকম নেতার অভাব নেই, যে যত খুন করতে পারবে এবং লোক দিয়ে খুন করাতে পারবে তিনি ততবড়ো নেতা, এবং জেল থেকে ভোটের দাঁড়াতে পারে ও বিপুল ভোটে নির্বাচিত হন। আমাদের দেশের নির্বাচন কমিশন ও সরকার আর বড়ো বড়ো রাজনৈতিক দল এদের তোয়াজ করে চলে। আবার এটাও ঠিক যদি কোন সাধারণ মানুষ এসব করে তবে তার শাস্তি আছে হয় যাবজ্জীবন নয় ফাঁসি। 

No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।

উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...