পশ্চিমবঙ্গের ভোট ২০১১ সালের আগে তবু শান্তি পূর্ণ ভোট হতো ।মানুষ ভোট দিতে পারত এখন, শাসক দল আর প্রশাসন মিলে পশ্চিমবঙ্গরে নির্বাচন কে প্রহসনে পরিনত করে দিয়েছে। রাজ্যের যে কোন নির্বাচন রক্তপাত ছাড়া হয় না। ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচন ঘোষণার দিন থেকে এবং নির্বাচন মিটে যাওয়ার পরও খুন লেগে আছে। মরছে সাধারণ মানুষ, এখনও পর্যন্ত ৫৯ জন কে বিভিন্ন ভাবে খুন করা হয়েছে। যে মায়ের কোল খালি হয়েছে সে শূন্যতা শাসক বা প্রশাসনের কর্তারা কেউ পূরণ করতে পারবে না। আগ বিহার উত্তরপ্রদেশে এই রকম নির্বাচন হতো এখন পশ্চিমবঙ্গে হচ্ছে। কারণ শাসক চায় না শান্তি পূর্ণ নির্বাচন হোক।কারণ একটাই যে কোন ভাবে জিততে হবে। মদ মাংসের ফোয়ারা ছুটছে, রাজ্যে কলকারখানা নেই, বেকার ছেলে মেয়েরা তারা একটু টাকার লোভে পড়ে অন্য মানুষের ভোটের অধিকার কেড়ে নিচ্ছে, প্রশাসন আর শাসকের মদতে। চার পাশে এখন যা পরিস্থিতি তৈরি করে দেওয়া হয়েছে তাতে করে পশ্চিমবঙ্গে আর কোন দিন শান্তি পূর্ণ ভোট হবে না। কারণ কাটমানি ২০০৮ সালে পঞ্চায়েত পরিবর্তন ঘটে তার পর থেকে আস্তে আস্তে বাড়তে থাকে কাটমানির পরিমাণ, কিসে বা কোন কাজে শাসক দলের নেতা কর্মী দের টাকা দিতে হয় না। দেখা যাচ্ছে রাস্তা তৈরি করা হয় নি অথচ খরচের বোর্ড লাগানো হযে গেছে। আর কুড়ি টাকার মদের পাউচ আর মাংস কোন কোন জায়গায় সরাসরি টাকা দিয়ে ভোট কেনা চলছে। সত্যিই এক অদ্ভুত পরিস্থিতির সামনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ বাসি।
Anulekhon.blogspot.com
Subscribe to:
Posts (Atom)
পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।
উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...

-
সরস্বতী পুজোর পদ্ধতি, পরপর যা করতে হবে।১)আচমন ২)বিষ্ণু স্মরণ ৩)স্বত্ত্বি বাচন ৪) স্বত্ত্বি সূক্ত ৫) সাক্ষ্য মন্ত্র ৬) বরণ ৭) সংকল্প ৮) স...
-
আমি এর আগে একটি ব্লগে লিখেছি, দুর্গা যষ্টী পূজার মন্ত্র ।এখানে বলি আমি পণ্ডিত নই, বিভিন্ন ধরনের বই পড়ে, আর দু একজন ব্রাহ্মণের সাথে কাজ ...
-
ছবি টি কীসের বা কোন প্রাণীর নিশ্চয়ই বলে দিতে হবে না। মানুষের প্রথম পোষ মানা প্রথম প্রাণী, হয়তো অনেকেই পড়ে বলবেন এবার নতুন কী এতো আমরা স...