Anulekhon.blogspot.com

Monday, 24 July 2023

পশ্চিমবঙ্গরে নির্বাচন এখন প্রহসন হয়ে গেছে।

 

পশ্চিমবঙ্গের ভোট ২০১১ সালের আগে তবু শান্তি পূর্ণ ভোট হতো ।মানুষ ভোট দিতে পারত এখন, শাসক দল আর প্রশাসন মিলে পশ্চিমবঙ্গরে নির্বাচন কে প্রহসনে পরিনত করে দিয়েছে। রাজ্যের যে কোন নির্বাচন রক্তপাত ছাড়া হয় না। ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচন ঘোষণার দিন থেকে এবং নির্বাচন মিটে যাওয়ার পরও খুন লেগে আছে। মরছে সাধারণ মানুষ, এখনও পর্যন্ত ৫৯ জন কে বিভিন্ন ভাবে খুন করা হয়েছে। যে মায়ের কোল খালি হয়েছে সে শূন্যতা শাসক বা প্রশাসনের কর্তারা কেউ পূরণ করতে পারবে না। আগ বিহার উত্তরপ্রদেশে এই রকম নির্বাচন হতো এখন পশ্চিমবঙ্গে হচ্ছে। কারণ শাসক চায় না শান্তি পূর্ণ নির্বাচন হোক।কারণ একটাই যে কোন ভাবে জিততে হবে। মদ মাংসের ফোয়ারা ছুটছে, রাজ্যে কলকারখানা নেই, বেকার ছেলে মেয়েরা তারা একটু টাকার লোভে পড়ে অন্য মানুষের ভোটের অধিকার কেড়ে নিচ্ছে, প্রশাসন আর শাসকের মদতে। চার পাশে এখন যা পরিস্থিতি তৈরি করে দেওয়া হয়েছে তাতে করে পশ্চিমবঙ্গে আর কোন দিন শান্তি পূর্ণ ভোট হবে না। কারণ কাটমানি ২০০৮ সালে পঞ্চায়েত পরিবর্তন ঘটে তার পর থেকে আস্তে আস্তে বাড়তে থাকে কাটমানির পরিমাণ, কিসে বা কোন কাজে শাসক দলের নেতা কর্মী দের টাকা দিতে হয় না। দেখা যাচ্ছে রাস্তা তৈরি করা হয় নি অথচ খরচের বোর্ড লাগানো হযে গেছে। আর কুড়ি টাকার মদের পাউচ আর মাংস কোন কোন জায়গায় সরাসরি টাকা দিয়ে ভোট কেনা চলছে। সত্যিই এক অদ্ভুত পরিস্থিতির সামনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ বাসি। 

পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।

উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...