Anulekhon.blogspot.com

Wednesday, 24 February 2021

বাম গনতান্ত্রিক জোটের মহামিছিলের জমায়েত।

 

আজ ২১/২/ ২০২১ আগামী ২৮ শে ফেব্রুয়ারির বিগ্রেড সমাবেশ কে সাামনে রেখে, মিছিলের আয়োজন। মিছিলে শুুরুর আগে কল্পনা সিনেমা হলের সামনে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপস্থিত নেতৃত্ব। তারপর পর এক মহামিছিল। সিঙ্গুর কল্পনা সিনেমা হলের সামনে থেকে শুুরু হয়ে, সিঙ্গুর জলাঘটা অর্থাৎ সিঙ্গুর  ১ নং পঞ্চায়েতের পাশ দিয়ে এক বিশাল মহামিছিল এগিয়ে যাাচ্ছে। রাস্তার দুপাশে মানুষ দাঁড়িয়ে দেখছেন। এই শ্লোগান মুখরিত মিছিল যেন তাদের মনের কথা বলেছেন। এটাই তাদের কথা, এই ব্লগ যখন লিখছি তখনও মিছিল শেষ হয় নি। বাংলা বাঁচাতে এই জোট কে মানুষ ক্ষমতায় চাই। আরেকটা ৭৭ সাল চাই, সকলে আমরা আরেকটা ৭৭ ফিরিয়ে আনতে আগামী ২৮ শে ফেব্রুয়ারি বিগ্রেড  যোগ দিই।

No comments:

Post a Comment

পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা শেষ করার সরকারি দপ্তরে শেষ চেষ্টা।

উপরের ছবি টা একটা স্কীনশট নেওয়া ছবি। ছবি টি সম্পর্কে কিছু কথা বলি তার পর অন্য কিছু কথা লেখা যাবে। ছবির দুটি অংশ উপরের অংশ একজন শিক্ষক যিনি ...